• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৭:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৭:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাথরঘাটায় মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৭ আগস্ট ২০২৩ রাত ০৮:৩৫:৫৩

পাথরঘাটায় মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পাথরঘাটা (প্রতিনিধি) বরগুনা: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বরগুনার পাথরঘাটায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ২৭ আগস্ট রোববার বেলা ১১ টায় পাথরঘাটা শহরের শেখ রাসেল স্কয়ারে পাথরঘাটা প্রেসক্লাবে আয়োজনে এ মানববন্ধন করা হয়।

বামনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের বামনা প্রতিনিধি মো. নেছার উদ্দিন ও দৈনিক সাগরকূলের নিজস্ব প্রতিবেদক মো. মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে পাথরঘাটার গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করে।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক জাফর ইকবাল, জাকির হোসেন খান, ইমাম হোসেন নাহিদ, শফিকুল ইসলাম খোকন, আমল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশের জেরে বরগুনার দৈনিক সাগরকূলের সম্পাদক নেছার উদ্দিন ও মো. মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে স্থানীয় এক যুবলীগ নেতা। আমরা এ ঘটনায় নিন্দা জ্ঞাপন করছি এবং দ্রুত সময়ের মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। মামলা প্রত্যাহার করা না হলে সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। সাংবাদিকদের উপার হয়রানি, ঝুলুম, নির্যাতন বন্ধ করতে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি । 

বক্তারা আরও বলে, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল না হলে সাংবাদিকদের কন্ঠরোধ হয়ে যাবে। সাংবাদিকদের কলম থেমে গেলে সমাজে অপরাধ ও দূর্নীতি বিস্তার ঘটবে। সমাজ উচ্ছন্নে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০