• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৭:৩৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজনগরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

২৭ আগস্ট ২০২৩ রাত ০৮:৫৬:৫০

রাজনগরে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র এবং ডাকাতির মালামালসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ২৭ আগস্ট রোববার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মো. মনজুর রহমান  সাংবাদিকদের এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয় ২৪ আগস্ট রাত আড়াইটার দিকে রাজনগর থানার পশ্চিম লালাপুর গ্রামের আমিরুন নেছার (৫৫) ঘরে ৬-৭ জন ডাকাত প্রবেশ করে। তার গেট ভেঙে ঘড়ে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কারসহ মোট ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল লুট করে।

এ ঘটনায় রাজনগর থানায় ১টি ডাকাতি মামলা করা হয়, মামলা নং- ১৭। অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা সুলেমান আহমদসহ রাজনগর থানার একটি টিম ডাকাতির এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রাজনগর থানার ২নং উত্তরভাগ ইউপিস্থ নয়াটিলা গ্রামের জাকির হেসেনের বাড়িতে অভিযান চালিয়ে ডাকাত জাকির হোসেন (৪০), রুবেল মিয়া (৩০) ও আমির হোসেনকে (৪১) গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য ভিত্তিতে জাকির হোসেনের হেফাজত থেকে ১জোড়া স্বর্ণের কানের দুল, ১টি রূপার চেইন এবং নগদ ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেফতার জাকির হোসেনের বাড়ী সংলগ্ন পূর্ব পাশের ঝোপ থেকে ১টি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কালো রংয়ের প্লাস্টিকের ১টি খেলনা পিস্তল, কাঠের হাতলওয়ালা ২টি ছুরি, ১টি রামদা, ১টি হ্যামার এবং ১টি তালা কাটার জব্দ করা হয়। গ্রেফতার ডাকাতরা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। ডাকাত দলের বাকি পলাতক সদস্য এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে। রোববার দুপুরে গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনয় ভূষণ রায় প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫