• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৯:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৯:৫১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙ্গুনিয়ার পাটকলে উৎপাদিত সুতা যাচ্ছে বিশ্বের ১২ দেশে

২৮ আগস্ট ২০২৩ সকাল ০৮:৩৮:৫৬

রাঙ্গুনিয়ার পাটকলে উৎপাদিত সুতা যাচ্ছে বিশ্বের ১২ দেশে

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত দেশের প্রাচীন শিল্প প্রতিষ্ঠান কর্ণফুলী জুটমিলে পাট থেকে সুতা উৎপাদিত হচ্ছে। এখানে উৎপাদিত সুতা বিশ্বের ১২টি দেশে রপ্তানি হচ্ছে। সুতা রপ্তানি করে গেল বছর প্রতিষ্ঠানটি আয় করেছে সাড়ে ৮৫ লাখ ডলার বৈদেশিক মুদ্রা। সুতা উৎপাদনে সফলতার পর ভবিষ্যতে পাট থেকে পাটজাত বিভিন্ন দ্রব্য উৎপাদন করে আরও বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা উপার্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে পাটকলটিতে।

স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত কর্ণফুলী জুট মিলস লিমিটেড রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ পাটকল কর্পোরেশনের অধীনস্থ ২৬টি মিলের মধ্যে অন্যতম প্রধান পাটকল। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের দিকে এটি ২০ বছরের জন্য বেসরকারি খাতে বরাদ্দ পায় ইউনিটেক্স গ্রুপ। বর্তমানে ৪৭ একর আয়তনের এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে এক হাজারের উপরে শ্রমিক। যেখানে দুই শিফটে দৈনিক ৩০ টনেরও বেশি জুট থেকে সুতা উৎপাদিত হয়। এসব সুতা চীন, ইন্দোনেশিয়া, ইরান, তুর্কি, ভিয়েতনামসহ বিশ্বের ১২টি দেশে রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। পর্যায়ক্রমে কার্পেট, জুট ব্যাগসহ আরও বিভিন্ন উপকরণ উৎপাদনের প্রক্রিয়া চালাচ্ছে বেসরকারি এই শিল্প প্রতিষ্ঠানটি।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, মিলে সুতা তৈরির জন্য চলছে বিভিন্ন ধরনের কর্মযজ্ঞ। ট্রাকে করে দেশের নানা প্রান্ত থেকে পাট আনা হচ্ছে। কিছু শ্রমিক সেই পাটগুলো নামাচ্ছেন, আবার কেউ কেউ পাটগুলোকে গ্রেডভিত্তিক ভাগ করে পরিমাপ অনুযায়ী কেটে নিচ্ছেন। সেখান থেকে পাটগুলো ভ্যানে করে মূল মিলে প্রবেশ করানো হচ্ছে। তারপর নানা প্রক্রিয়া শেষে সুতা তৈরির শত শথ নারী-পুরুষ শ্রমিক।

শ্রমিক জাহাঙ্গীর হোসেন (৪৭) বলেন, এক সময় বেকার ছিলাম। সংসারে চালাতে কষ্ট হচ্ছিল। জুটমিল নতুন করে চালু হওয়ায় এখানের আয়ে সংসার চলছে। খুব ভালো আছি।

এই বিষয়ে ইউনিটেক্স জুট ইন্ড্রাট্রিজ গ্রুপের ডিজিএম মো. ফখরুদ্দিন বলেন, কর্ণফুলী জুটমিল দেশের একটি ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান। আমরা বরাদ্দ নেয়ার আগে এটি দুই বছর বন্ধ ছিলো। এর আগে এই মিল থেকে মাত্র ৬ টন সুতা উৎপাদিত হতো। আমরা দায়িত্ব নিয়ে বর্তমানে এই মিলের উৎপাদন ৩০ টনে উন্নীত করেছি। ভবিষ্যতে দৈনিক ১০০ টন সুতা উৎপাদন করার পরিকল্পনা রয়েছে আমরাদের। ৩০ টন হিসেবে বছরে আমাদের উৎপাদন সাড়ে ১০ হাজার টনেরও বেশি, এসব সুতা বিভিন্ন দেশে রপ্তানি করে মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে। শুধুমাত্র গত বছর আমরা ৮৫ লাখ ৫০ হাজার ইউএস ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করেছি।

ইউনিটেক্স জুট ইন্ড্রাট্রিজ লিমিটেডের সহকারী পরিচালক রায়হান আহমেদ বলেন, আমরা দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের থেকে সরাসরি পাট সংগ্রহ করি। এতে কৃষকরা পাটের ন্যায্য দাম পাচ্ছে। এছাড়া আমাদের মিলে সহস্রাধিক শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান হয়েছে। আমাদের ভবিষ্যতের কর্মপরিকল্পনা বাস্তবায়িত হলে আরও বেশি পরিমাণ মানুষ উপকৃত হবে। সোনালি আঁশের যে ঐতিহ্য রয়েছে, সেটা ফিরিয়ে আনতেই আমরা কাজ করে যাচ্ছি।

ইউনিটেক্স জুট ইন্ড্রাট্রিজ লিমিটেডের ডিজিএম জাহাঙ্গীর আলম বলেন, বিদেশি ক্রেতাদের চাহিদার উপর ভিত্তি করে পাটকে আমরা প্রথমত বিভিন্ন গ্রেডে ভাগ করি।  সুতা তৈরি করার জন্য পাটকে গ্রেডভিত্তিক ভাগ করা হয় এবং সেই অনুযায়ী বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সুতাগুলো তৈরি করে মিল থেকেই প্যাকেটজাত করে বিভিন্ন দেশে রপ্তানি করা হয়।  

ইউনিটেক্স গ্রুপের ব্যবস্থাপক (লিগ্যাল এন্ড এস্টেট) গোলাম মাওলা বলেন, শ্রমিকদের জন্য মিলে রয়েছে আধুনিক সুবিধা সম্বলিত মানসম্মত শ্রমিক কলোনী ও স্টাফ কোয়ার্টার। মিলের ভেতর অগ্নি নির্বাপণ ব্যবস্থা, পরিচ্ছন্ন শৌচাগার, মশা নিধনে নিয়মিত ফগার মেশিনের সাহায্যে স্প্রে কার্যক্রমসহ নানাভাবে কর্ম উপযোগী পরিবেশ অক্ষুণ্ন রাখা হয়।

জুটমিলের প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, “সরকারকে মাসিক নির্ধারিত হারে ভাড়া দিয়ে এই মিলের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য উৎপাদন কার্যক্রম চালিয়ে নিচ্ছি আমরা। কিন্তু দুঃখের বিষয় হলো মিলের স্থাপনাগুলো ৫০/৬০ বছরের পুরোনো হওয়ায় ছাদ নষ্ট হয়ে বৃষ্টির পানি পড়ছে, কর্ণফুলী পাড়ে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এতে শ্রমিক কলোনি, সীমানাপ্রাচীর এমনকি বহুতল বিশিষ্ট অফিসার্স ভবন ভাঙনের কবলে পড়েছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই সম্পদ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা খুবই জরুরি বলে মনে করেন এই কর্মকর্তা।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫