দিনাজপুর প্রতিনিধি: পুজা অর্চনার মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় দিনাজপুরে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতি শিবের মহাস্নান যাত্রা। দিনাজপুর শহরের আনন্দ সাগরের শিব মন্দিরে সনাতন ধর্মালম্বীদের ৩ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানে পাশ্ববর্তী জেলাসহ হাজার হাজার ভক্ত ও পূর্ণার্থীরা অংশ নেন। এসময় মনোস্ক কামনা পুরনে চলে আরাধনা। এ মহাস্নানযাত্রাকে কেন্দ্র করে শিবমন্দির প্রাঙ্গণ কানায় কানায় ভরে ওঠে। নিরাপত্তায় ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রথা অনুযায়ী শ্রাবন মাসের শেষ সোমবার অনুষ্ঠিত হয় সনাতন ধর্মালম্বীদের মহাত্রিপুরারী কৈলাশপতি শিবের মহাস্নান যাত্রা।
আয়োজকরা জানান, শুধু দিনাজপুর নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ভক্ত ও পূর্ণার্থীরা এ মহাস্নানযাত্রায় অংশ গ্রহণ করতে ছুটে এসেছে।
উল্লেখ্য, দিনাজপুরে ১৯৭৪ সালে এই মহাস্নানযাত্রা উৎসব শুরু হয়। ৫০ তম মহাস্নানযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে শহরের আনন্দ সাগর শিব মন্দির প্রাঙ্গণে। মনোবাসনা পুরণ হয় এবং বিশ্বে যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় সে লক্ষে মন্দির প্রাঙ্গণে বিতরণ করা হয় প্রসাদ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available