নীলফামারী প্রতিনিধি: সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষে নীলফামারীর সৈয়দপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ আগস্ট রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোখছেদুল মোমিন।
মোখছেদুল মোমিন বলেন, সার্বজনীন পেনশন স্কীম সরকারের একটি যুগান্তকারী উদ্যোগ। ৬০ বছর বয়সে যখন উপার্জন করার সুযোগ সীমিত হয়ে আসে, সে সময়ে পেনশনের স্কীম নেয়া থাকলে কারও মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না।
উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান বলেন, সর্বজনীন পেনশন সুবিধা গ্রহণ করতে আমরা উপজেলা ও ৫টি ইউনিয়ন পর্যায়ে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে অবহিতকরণ সভা করে এটি ছড়িয়ে দিবো। ব্যাপক প্রচারণার জন্য শীঘ্রই পেনশন স্কিম রেজিস্ট্রেশন মেলা করে মানুষকে উদ্বুদ্ধ করার কার্যক্রম শুরু করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, উপজেলার মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ব্যবসায়ী ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available