পলাশবাড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি বলেছেন, সর্বজনীন পেনশন স্কীম ব্যবস্থা বাংলাদেশের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ। আর্থসামাজিক উন্নয়নে এটি প্রধানমন্ত্রীর একটি সময়োপযোগী একটি সিদ্ধান্ত।
২৮ আগস্ট সোমবার গাইবান্ধার পলাশবাড়িতে সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থা বাস্তবায়নে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি সর্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
পলাশবাড়ি উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবসহ আরও অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এর আগে ভিডিও চিত্রের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিম ব্যবস্থার লক্ষ্য উদ্দেশ্য ও বাস্তবায়নের চিত্র তুলে ধরে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পলাশবাড়ি সোনালী ব্যাংক শাখার শাখা ব্যবস্থাপক আল ইমরান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available