মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলার সদর উপজেলার পশুহাট, হোটেল বাজার, কোর্ট ও বড়বাজার এলাকায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২৯ আগস্ট মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
অভিযানে ডাবের পাইকারি আড়ত ও খুচরা দোকানসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং বড়বাজার মোড়ে ডাব বিক্রেতা মো. সোহেলকে ডাবের ক্রয় ভাউচার সংরক্ষণ না করা ও মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হোটেল বাজার, কোর্টমোড়সহ শহরের সমস্ত ডাব ব্যবসায়ীদের ক্রয় ভাউচার সংরক্ষণ, মুল্যতালিকা প্রদর্শন ও অতিরিক্ত লাভ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
এছাড়াও পশুহাট এলাকায় মেসার্স রানা স্টোরকে ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ৩৮ ও ৫১ ধারায় ২ হাজার টাকা, মেসার্স আসিফ স্টোরকে একই অপরাধে ২ হাজার টাকা এবং মেসার্স শুভ স্টোরকে ৩৮ ধারায় ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ব্যবসায়ী ও জনসাধারণকে এ বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক ও সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম এবং মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available