• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৪:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

৩০ আগস্ট ২০২৩ বিকাল ০৫:০৯:৫৩

বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন বন্ধ

পার্বতীপুর প্রতিনিধি: পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে কয়লা উত্তোলন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। খনির চলমান উৎপাদিত ফেইসের মজুদ শেষ হয়ে যাওয়ায় ২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা থেকে খনির উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

জানা গেছে, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড গত ২৬এপ্রিল খনির অভ্যন্তরের ১১১৩ নং ফেইস থেকে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করেন। এই ফেইস থেকে উৎপাদিত কয়লার মজুদ শেষ হওয়ায় মঙ্গলবার সন্ধ্যার পর হতে খনির কয়লা উৎপাদনের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। ইতোমধ্যে নতুন করে ১৪১২ নং ফেইস নির্ধারণ করা হয়েছে। সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ২মাসের মধ্যে পুরোদমে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হবে বলে আশাবাদী কয়লা খনি কর্তৃপক্ষ।  

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে ১লাখ ২৩ হাজার ৪৯৭.৮৬ মেট্রিক টন কয়লা মজুদ রয়েছে। আগামী ২মাসের মধ্যে খনির কয়লা উত্তোলন পুরোদমে শুরু করা না হলে তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার আশংকাও রয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য  সূত্রে জানা গেছে।

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম এশিয়ান টিভি অনলাইনকে জানান, মজুদ শেষ হওয়ায় সন্ধ্যা থেকে ঐ ফেইসের উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। সবকিছু ঠিক-ঠাক থাকলে আগামী অক্টোবরের প্রথম অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে আবারও উৎপাদনে ফিরবে এ কয়লা খনি।

তবে, এসময়ের মধ্যে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনার জন্য যথেষ্ট কয়লা মজুদ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫