• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৫:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামুতে জাতীয় শোক দিবস পালন

৩০ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:২০:৫৬

রামুতে জাতীয় শোক দিবস পালন

রামু (কক্সবাজার) প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের রামুতে দোয়া মাহফিল, আলোচনা সভা ও এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

২৯ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় রামু উপজেলার দলীয় কার্যালয়ে উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মিজানুল হক রাজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কক্সবাজার জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈয়ব উল্লাহ মাতব্বর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা সভাপতি নুরুল আজিম কনক (কোম্পানি), সাবেক সাধারণ সম্পাদক মুফিজুর রহমান (মুফিজ), সাবেক সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার কমান্ডার, সৌদি মক্কা মহানগর শাখার সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ আক্তার, রামু উপজেলা সৈনিক লীগের উপদেষ্টা ফরিদুল আলম, ফতেখাঁরকুল ইউপি সদস্য ও সেচ্ছাসেবক লীগ নেতা আজিজুল হক প্রমুখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তৈয়ব উল্লাহ মাতব্বর মুক্তিযোদ্ধা ও দেশের প্রতি তাদের আত্মদানের স্মৃতি ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মতবিনিময় সভা আয়োজনের আহ্বান জানান। এছাড়া তিনি ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের পরামর্শ দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের ডিজিটাল দেশ। সেই স্বপ্ন আজ অর্জিত হয়েছে। তিনি আমাদের নতুন স্বপ্ন দেখিয়েছেন ২০৪১ এর উন্নত স্বপ্নের সোনার বাংলার। তবে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী অপশক্তিরা এখনও আমাদের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার অপপ্রয়াসে লিপ্ত। এই অপশক্তির চক্রান্ত থেকে জাতিকে সাবধান হতে হবে। শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রীর দেখানো অগ্রযাত্রার পথে।

আলোচনা সভা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহিদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মুনাজাত এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫