• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১২:৩৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাহারোলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

৩১ আগস্ট ২০২৩ সকাল ১১:২৪:০৬

কাহারোলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে উপজেলা পর্যায়ে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৩’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

৩০ আগস্ট  বুধবার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় রকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালকদল চ্যাম্পিয়ন হয়েছে।
অন্যদিকে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে রকুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকাদল চ্যাম্পিয়ন হয়। বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা এই টুর্নমেন্টে অংশগ্রহণ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কাহারোল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ইবনে মাসুদ রানা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, জেলা পরিষদের সদস্য আরমান হোসেন এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, খেলোয়ারসহ বিভিন্ন শ্রেণি পেশার ফুটবল প্রেমি দর্শকরা।

অনুষ্ঠানে মনোরঞ্জনশীল গোপাল বলেন, আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের যে চেতনা, তা শিশুদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য এই ফুটবল টুর্নামেন্ট। আলোকিত সমাজ গড়ার জন্যও এই টুর্নামেন্ট ভূমিকা রাখবে। আগামী প্রজন্মের খেলোয়াড়দের উপলব্ধি করতে হবে। তাই বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনায় একটি সুস্থ সুন্দর মাদকমুক্ত সমাজ তৈরি করাই এই টুর্নামেন্টের মুখ্য উদ্দেশ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫