ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সদরপুরে ২টি পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় রোকেয়া বেগম (৫০) নামে ১ জন পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
২৯ আগস্ট মঙ্গলবার উপজেলার চরবিষ্ণপুর ও বাইশরশিতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার জয়বাংলা বাজার হতে চর চাঁদপুরগামী মোটরসাইকেল চালক রবিউল চর বিষ্ণপুর পৌঁছালে পথচারী রোকেয়া বেগমকে পেছন থেকে ধাক্কা দেন। এ সময় রোকেয়া মারাত্বকভাবে আহত হন। মোটরসাইকেল চালক রবিউল ও তার সঙ্গে থাকা আরোহী ইমরান গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে রোকেয়ার অবস্থা আশঙ্কাজনক হলে তাকেসহ বাকি ২জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে রোকেয়ার মৃত্যু হয়।
নিহত রোকেয়া বেগম উপজেলার আলী হোসেন ডাঙ্গী এলাকার খবির মোল্যার স্ত্রী। আহতরা হলেন, উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়নের রেজাউল বেপারির ছেলে মোটরসাইকেল চালক রবিউল বেপারি (২১) ও একই গ্রামের মোটরসাইকেল আরোহী লোকমান সরদারের ছেলে ইমরান হোসেন (১৮)।
এ ব্যাপারে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অপরদিকে উপজেলার বাইশরশি এলাকায় বিকেলে আরও একটি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে ভাঙ্গা থানার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের রাব্বি (১৭), আজিজুল সেখ (১৭) ও মাহবুব (১৬) নামে তিনজন কিশোর গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাদের সবাইকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে রাব্বির আবস্থা আরও আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available