ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে সর্বজনীন পেনশন স্কিম কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহমুদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মেহেদী হাসান। এ সময় তিনি সর্বজনীন পেনশন স্কিমের কার্যক্রম ও স্কিমের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে উপস্থিত অনেকের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, ঘোড়াঘাট পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এনামুল হক, ১নং বুলাকীপুর ইউপি চেয়ারম্যান সদের আলী খন্দকার, ২নং পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম প্রধান, ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাত হোসেন প্রমুখ।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রার শাকিব রায়হান শরীফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বিপ্লব কুমার দে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার পার্থ জ্বিময় সরকার, উপজেলা মৎস কর্মকর্তা নিয়াজ মোর্শেদ রঞ্জু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, ব্যাংক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীগণসহ অনেকে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available