পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ৫ টি এয়ার গান, ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি ও বিদেশি মদসহ ১জনকে আটক করেছে পাথরঘাটা কোস্ট গার্ড।
১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১ টার পর পাথরঘাটার মুন্সীরহাট খাল সংলগ্ন বেইলী ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। ঐ অভিযানে খুলনা থেকে পাথরঘাটাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশী করে ৫ টি অবৈধ এয়ারগান, ১ টি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড তাজা গুলি, ১ বোতল বিদেশী মদকসহ শেখ মোমিনুর ইসলাম (৩১) নামের এক ব্যক্তিকে আটক করে কোস্টগার্ড। আটক শেখ মোমিনুর ইসলাম সাতক্ষীরা জেলার তালা থানার মাগুরাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পাথরঘাটা কোস্টগার্ড অপারেশান্স অফিসার লেফটেন্যান্ট হাসান মেহেদী বলেন, আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় অস্ত্র ও মাদক মাদক বরগুনার পাথরঘাটা হয়ে নদীপথে লঞ্চযোগে রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো।
তিনি আরও বলেন, জব্দ অস্ত্র, গুলি ও মাদকসহ আটক ব্যক্তিকে পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available