রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালের মল্লিকের বেড় ইউনিয়নের ছোট সন্নাসী বাজারে ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৫টায় উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ছোট সন্নাসী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইনচার্জ এস, এম আশরাফুল আলম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তালুকদার মুজিবর রহমানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন বাজারের সকল দোকান মালিক, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও গ্রাম পুলিশের সদস্যরা।
সভায় বাজারের নিরাপত্তাসহ মল্লিকের বেড় ইউনিয়নের সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এর জন্য বাজারে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন, নাইটগার্ডের সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পুলিশের রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available