স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরের ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যাকাণ্ডের দীর্ঘ এক যুগ পর পলাতক মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মনিরুজ্জামান শেখ ওরফে মনির ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত আসামি সাত্তার মোল্যাকে গ্রেফতার করেছে র্যাব।
১ সেপ্টেম্বর শুক্রবার বেলা সাড়ে ১২টায় র্যাব-১০ এর ফরিদপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে, এম, শাইখ আকতার।
নিহত মলয় বোস জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সকালে ইউনিয়ন পরিষদে যাবার পথে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় তাকে।
ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে, এম, শাইখ আকতার জানান, চেয়ারম্যান মলয় বোস হত্যা পর থেকে এই আসামিরা পলাতক ছিল। ৩১ আগস্ট রাত সাড়ে ৮টায় ও ১ সেপ্টেম্বর রাত ১টায় নারায়ণগঞ্জের রুপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এই মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি মনিরুজ্জামান শেখ ওরফে মনির ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাত্তার মোল্যা দেশের বিভিন্ন স্থানে এতো দিন আত্মগোপনে ছিলো। আটক মনির জেলার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের সামচু শেখের ছেলে ও আসামি সাত্তার মোল্যা ওই এলাকার খাগৈর গ্রামের কাশেম মোল্যার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে তারা সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।
ইউপি চেয়ারম্যান মলয় বোস হত্যার ঘটনায় তার স্ত্রী ববিতা বোস বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছিলেন। চাঞ্চল্যকর মামলাটির শুনানি শেষে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনাল ৯ আসামিকে মৃত্যুদণ্ড ও ১২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available