• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০২:৩৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

বিএনপি

সৈয়দপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

২ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:১৭:৫২

সৈয়দপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৪টায় শহীদ ডা. জিকরুল হক রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

এ সময় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে জেলা বিএনপি। র‌্যালিটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে সভায় মিলিত হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে দলীয় কার্যালয় প্রাঙ্গণে জড়ো হয়।

জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ গফুর সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক।  

আলোচনা সভায় বক্তব্য রাখেন, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, মনোয়ার হোসেন মন্টু, উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কার্জন, সহ-সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের এরশাদ হোসেন পাপ্পু, সাধারণ সম্পাদক এমএ পারভেজ লিটন, সহ-সভাপতি খোরশেদ আলম রিপন, জেলা যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, সদস্য সচিব হাজী পারভেজ আলম গুড্ডু, জেলা কৃষক দলের সভাপতি মিজু, সাধারণ সম্পাদক দিনার, জেলা শ্রমিক দলের প্রস্তাবিত আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব জেলা ছাত্রদলের আহ্বায়ক আরমান, সদস্য সচিব রাব্বি, জেলা মহিলা দলের সভাপতি রেনু আফজাল, সাধারণ সম্পাদক রুপা প্রমুখ।

আলোচনা সভায় বিএনপি নেতারা বলেন, এ সরকার বিএনপিকে ভয় পেয়েছে। আর তাই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে আটক করে রেখেছেন। জিয়া পরিবারকে মামলা দিয়ে হয়রানি করছে। বিএনপি রাজপথে আছে থাকবে। আগামীতে এক দফার আন্দোলনের মধ্য দিয়ে এদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। আর এজন্য সবাইকে এক হয়ে রাজপথে আন্দোলন করতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫