• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৪:৩০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ বিকাল ০৫:৩৪:৩০ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে পুকু‌রের পা‌নি‌তে প‌ড়ে ২ শিশুর মৃত‌্যু

২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৩:০৪:৫৪

টাঙ্গাইলে পুকু‌রের পা‌নি‌তে প‌ড়ে ২ শিশুর মৃত‌্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কা‌লিহাতী‌তে পুকু‌রের পানি‌তে পড়ে ২শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। এরআগে তা‌দের উদ্ধার ক‌রে ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে নেয়া হ‌লে চি‌কিৎসকরা মৃত ঘোষণা ক‌রেন। সম্প‌র্কে তারা খালা ভা‌গ্নি।

২ সে‌প্টেম্বর শ‌নিবার সকা‌লে উপ‌জেলার দেউপুর ম‌ধ্যেপাড়া এলাকায় এ ঘটনা ঘ‌টে। নিহত ২ শিশু হ‌লেন, উপ‌জেলার মা‌নি‌কের মে‌য়ে জান্না‌তি (১১) ও একই উপ‌জেলার নারা‌ন্দিয়া ইউনিয়‌নের দৌলতপুর এলাকার সাইদুর রহমান স্বপন তালুকদারের মে‌য়ে সা‌দিয়া আক্তার জিম (৮)।

‌নিহত শিশু সা‌দিয়ার মামা জাকা‌রিয়া জানান, সকা‌লে তারা বা‌ড়ির পা‌শেই খেলাধুলা শে‌ষে গোসল করার জন‌্য পুকু‌রে নে‌মে‌ছিলো। প‌রে সেখা‌নে জান্না‌তি ও সা‌দিয়া পা‌নি‌তে ডু‌বে যায়। তা‌দের পা‌নি‌তে পড়ার খবর দেয় আরেক শিশু। প‌রে স্থানীয়‌দের সহ‌যো‌গিতায় পুকু‌রের পা‌নি‌তে নে‌মে দুজ‌নের মর‌দেহ উদ্ধার ক‌রে হাসপাতা‌লে নি‌য়ে আসা হয়।

ভুঞাপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. ম‌নিরুল ইসলাম রুপক বলেন, দুইশিশু‌কে মৃত অবস্থায় হাসপাতা‌লে আনা হ‌য়েছিলো।

ভুঞাপুর থানার উপপ‌রিদর্শক (এস.আই.) কামরুল হো‌সেন ব‌লেন, ২শিশুর মর‌দেহ হাসপাতা‌লে আনা হ‌য়ে‌ছিল। আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





ড. ইউনূসকে যা বললেন নরেন্দ্র মোদি
৪ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৯:২৫