বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: প্রান্তিক কৃষকদের উন্নয়ন ঘটাতে নাটোরের বড়াইগ্রামে অবহিতকরণ ও সমিতি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক-কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
২ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের বাটরা গোপালপুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও ব্রাক ব্যাংক এ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. হযরত আলী।
নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার ড. মো. ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রকল্পের ফোকাল পারসন ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা, পার্টনারশিপ ইন ব্রাক ব্যাংক কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার বিবেকানন্দ হীরা, নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা শামসুজ্জোহা।
এ সময় বক্তারা বলেন, এ প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকদের সংগঠিত করে কৃষির উন্নয়ন ঘটানো হবে। সমিতির আওতায় কৃষকের পেশাগত দক্ষতা আধুনিকায়নেরে পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available