কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১০। ১ সেপ্টেম্বর শুক্রবার রাতে পৃথক অভিযানে তারেদকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলো, সাইফুল ইসলাম (২২), শাহিন খান (২৪), রনু মিয়া (৩৫), আল-আমিন শেখ (২৫) ও লাজু আহমেদ (২৭)।
শনিবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর র্যাব-১০ সদর দপ্তরের এডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চক্রের মূলহোতা সাইফুলকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকা থেকে চক্রের আরও ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে এক হাজার, পাঁচশ ও দুইশ টাকার নোটের মোট ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যমানের জাল নোট ও নোট তৈরির সরঞ্জাম হিসেবে একটি ল্যাপটপ, প্রিন্টার, স্পিডের বোতল, টোনার কার্টিজসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ পর্যন্ত ৩ কোটি টাকার জাল নোট বাজারে সরবরাহ করেছে বলে স্বীকার করেছে। গ্রেফতারদের ভালুকা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওই র্যাব কর্মকর্তা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available