ফেনী প্রতিনিধি: সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’-এর ফেনী জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াছিন আকন্দ এ কমিটির অনুমোদন দিয়েছেন।
অ্যাডভোকেট শৈবাল দত্তকে সভাপতি ও ওমর ফারুক নয়নকে সাধারণ সম্পাদক করে ৪৯ সদস্য বিশিষ্ট ফেনী জেলা কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
১ সেপ্টেম্বর শুক্রবার ঢাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে ফেনী জেলা কমিটি হস্তান্তর করেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা)-এর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি।
এসময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ-কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) হেলাল মোর্শেদ খান (বীর বিক্রম), সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লায়ন এবিএম সুলতান আহমেদ প্রমুখ।
২ সেপ্টেম্বর শনিবার ফেনীর এক রেস্টুরেন্টে এ তথ্য জানান নবগঠিত ফেনী জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট শৈবাল দত্ত।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি পদে রয়েছেন শহিদুল আলম, সাংবাদিক আফতাব হোসেন মমিন, খালেদ মোহাম্মদ আলী রাসেল, অ্যাডভোকেট পিয়াস মজুমদার, অ্যাডভোকেট হাবিবুল আলম জুয়েল, খুরশিদ আলম, ইলিয়াছ সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দেলোয়ার হোসেন, মো: আলাউদ্দিন, দিদার পাটোয়ারী, জাহিদুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক পদে ওমর ফারুক, দপ্তর সম্পাদক পদে ইসমাইল হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক পদে উৎপল বিশ্বাস প্রমুখ।
মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মানব সেবার লক্ষে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন ‘বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’ গঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available