আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আয়োজনে আমতলীতে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার আমতলী সরকারী কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আমতলী সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল মন্নানের সভাপতিত্বে এবং সিনিয়র সাংবাদিক মো. হাসানুর রহমান ঝন্টুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন সমন্বয় কমিটির আহবায়ক প্রফেসর মোস্তফা কামাল, সদস্য সচিব প্রফেসর মো. রফিকুল ইসলাম টুকু, আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, সিনিয়র আইনজীবি অ্যাড. বাহাদুর শাহ্, অধ্যাপক আ. মান্নান, অধ্যাপক আনোয়ার হোসেন আকন, অধ্যাপক নজরুল ইসলাম তালুকদার, অধ্যাপক আবুল হোসেন বিশ্বাস, অধ্যাপক ফেরদৌসি আক্তার, শিক্ষক আ. খালেক মিয়া, সাংবাদিক হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
সভায় বক্তারা বরগুনায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা উল্লেখ করে দ্রুত বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও জনমত গঠনে মতবিনিময় সভা এবং মানববন্ধন কর্মসূচি পালনের জন্য তাদের মতামত ব্যক্ত করেন।
সভায় আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সুধীজন, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ অংশ গ্রহণ করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available