চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: ৫ ছেলের সংসারে ঠাঁই না পাওয়া সিরাজগঞ্জের চৌহালীর বৃদ্ধ হামিদ মোল্লা ও ফজিলা খাতুন দম্পতির পাশে সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। ২ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামে ঐ দম্পতির মেয়ের বাড়িতে গিয়ে এ সহায়তা তুলে দেয়া হয়।
২৫ আগষ্ট এশিয়ান টিভি অনলাইনে, ‘চৌহালীতে ৫ ছেলের কারও ঘরে ঠাঁই হয়নি বৃদ্ধ বাবা-মায়ের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে সেটি নজড়ে আসে সিরাজগঞ্জ বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান ও সমাজকর্মী মামুন বিশ্বাসের। তিনি স্বপ্রণোদিত হয়ে ফেসবুকে একটি পোস্ট করেন ঐ বৃদ্ধ অসহায় দম্পতিকে সহায়তার জন্য। পরে দেশ-বিদেশ থেকে অনেকেই ঐ অসহায় বৃদ্ধ দম্পতিকে সহায়তায় অর্থ পাঠায় মামুন বিশ্বাসের কাছে। প্রায় ৮৫ হাজার টাকা জমা হয়েছে বলে নিশ্চিত করেছেন মামুন বিশ্বাস। পরে তিনি ঐ দম্পতির জন্য জামা-কাপড়, ৪ বস্তা চাল, ডাল, তেলসহ খাদ্য সহায়তা, চিকিৎসা ও অন্যান্য খরচ বাবদ নগদ ৬৯ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এসময় গণমাধ্যকের উপস্থিতিতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সামনে এ সহায়তা প্রদান করা হয়।
উল্লেখ্য এ দম্পতিকে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া বসবাসের জন্য একটি সরকারি ঘড় করে দেয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে উপজেলা প্রশাসন।
পরিবেশ ও সমাজকর্মী মামুন বিশ্বাস বলেন, বিভিন্ন গণমাধ্যমে দেখেছি বৃদ্ধ বাবা-মাকে ছেলেরা ফেলে রেখে গেছে। দেখে আমি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সেখান থেকে ফেসবুক বন্ধুদের মাধ্যমে ৮৫ হাজার টাকা সহায়তা সংগ্রহ করি। সে টাকা দিয়েই এ বৃদ্ধ অসহায় দম্পতির জন্য জামা কাপড়, ৪ বস্তা চাল, ডাল, তেলসহ খাদ্যদ্রব্য কিনি এবং বাকি নগদ টাকা তাদের হাতে তুলে দেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available