• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪০:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চিরকুট লিখে তিন কৃষকের সবজি ক্ষেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:০০:২৬

চিরকুট লিখে তিন কৃষকের সবজি ক্ষেত কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

কালীগঞ্জে (ঝিনাইদহ) প্রতিনিধি: চিরকুট লিখে রেখে ঝিনাইদহ কালীগঞ্জে রাতের আঁধারে ৩ কৃষকের ধরন্ত সবজি ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা।

২ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে উপজেলার কুল্ল্যাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটেছে। সকালে ক্ষেতে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকেরা তাদের সবজি ক্ষেত কাটা দেখতে পান।

এ সময় তারা ক্ষেত থেকে হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করেন। এতে হারুন নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে বলা হয়েছে, তার খোঁজ না মিললে তাদের আরও ক্ষতি করা হবে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা চিরকুটে উল্লেখ করা হয়নি।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল মজিদ জানান, ১৭ কাঠা জমিতে টমেটোর চাষ ছিলো। কিন্তু এক রাতে কে বা কারা সেই ধরন্ত গাছ কেটে দিয়েছে। ধার-দেনা করে ব্যয়বহুল টমেটোর চাষ করেছিলেন। এখন কি করে ধার পরিশোধ করবেন সে চিন্তায় আছেন।

একই গ্রামের ক্ষতিগ্রস্ত অন্য কৃষক আজগর আলী জানান, ‘আমার পাঁচ কাঠা জমিতে শিম লাগানো ছিলো। সেই ধরন্ত শিম গাছ রাতে সব কেটে ফেলেছে। পাশেই ঝাল চাষ ছিলো তাও কেটে ফেলেছে। আমার এই চাষ করতে অনেক টাকা খরচ হয়েছে। যে ক্ষতি তারা করেছে এ পুষিয়ে ওঠা সম্ভব না।’

হারুন অর রশিদ নামের আরেক কৃষকের ১০ কাঠা জমির ধরন্ত শিমগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০