চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুর থানার চেংটার চর এলাকায় এক স্কুল ছাত্র ১১ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম মোরসালিন (১২)। সে সরাতৈল চেংটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীর ছাত্র। ৩ সেপ্টেম্বর রোববার সকাল পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় এনায়েতপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
পরিবার সূত্র জানান, ২৪ আগষ্ট সকালে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের চেংটারচর বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি মোরসালিন। বের হওয়ার সময় বাড়ির কাউকে কিছু বলে যায় নি। সম্ভব্য সকল যায়গা ও আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি। এদিকে নিখোঁজের ৩দিন পর তার বাবা রুবেল হোসেন কর্মের সন্ধানে মালয়েশিয়া পাড়ি জমান। একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা সাবিনা খাতুন।
নিখোঁজ স্কুল ছাত্রের দাদা সোনা উল্ল্যাহ জানান, ১১ দিন আগে (২৪ আগষ্ট) সকাল ৮টার দিকে বাড়ি থেকে বের হয় মোরসালিন। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পাওয়ায় ৩১ আগষ্ট এনায়েতপুর থানায় একটি সাধারন ডায়েরি করেছি। কোন সহৃদয়বান যদি তার সন্ধান পান তাহলে পরিবারের সাথে বা নিকটস্থ থানায় যোগাযোগের অনুরোধ করেছেন সোনা উল্ল্যাহ।
এক মাত্র ছেলেকে হারিয়ে মা এখন পাগলপ্রায়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ঐ ছেলে এর আগেও একাধিকবার বাড়ি থেকে পালিয়েছে। গত কয়েকদিন আগেও বাড়ি থেকে কিছু টাকা নিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজ করেও তার সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের তৎপরতা অব্যাহত আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available