নলডাঙ্গা (নাটের)প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় পাটুল হাপানিয়া বাজারে বিভিন্ন মুদি ও পাইকারী দোকানে মেয়াদউত্তীর্ণ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্য পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ঠ ধারায় ৪টি মামলা করা হয়েছে।
এ সময় ১৪৫০০ টাকা অর্থদন্ড করা হয় দোকানিদের। পরে দোকানিদের এ বিষয় সচেতন করা হয়। ৩ সেপ্টেম্বর রোববার বেলা ৫ টার পর এ অভিযান পরিচালান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান। এ সময় নলডাঙ্গা থানা পুলিশের একটি দল সহায়ক ফোর্স হিসেবে উপস্থিত ছিলেন। পরে সহাকরী কমিশনার মো. রাকিবুল হাসান বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available