• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৪:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:২৪:৫০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে ভাগা বাজার বণিক সমিতির সঙ্গে ওসির মতবিনিময়

৩ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:১৯:১০

রামপালে ভাগা বাজার বণিক সমিতির সঙ্গে ওসির মতবিনিময়

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ভাগা বাজার বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার রাত ৯টায় উপজেলার ভাগা বাজার চত্তরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এস. এম. আশরাফুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বণিক সমিতির সভাপতি হাজী আ. হান্নান, রামপাল সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুলাল, প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান বাদশা, কাকড়া ব্যাবসায়ী সমিতির সভাপতি অজয় বিশ্বাস, এস.আই. লিটন কুমার, ফজলুর রহমান, বাচ্চু মোড়ল, শাহিনুর রহমান, আবু নাইম হোসেন, মৃদুল কান্তি পাল, আজমল হোসেন ও শেখ আবু বক্কর।

এ সময় তাদের সাথে বাজারের নিরাপত্তাসহ রামপাল সদর ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। বাজারে নাইটগার্ডের সংখ্যা বৃদ্ধিসহ গ্রাম পুলিশের রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকার বিষয়ে সিদ্ধান্ত হয়। কেউ দায়িত্ব পালনে অবহেলা করলে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলেও জানানো হয়।

রামপাল থানার ওসি আশরাফুল আলম বলেন, আমরা রামপাল থানাকে মাদকমুক্ত, ইভটিজিং মুক্ত, বাল্যবিবাহ মুক্ত, সন্ত্রাস মুক্ত ও চোরের উপদ্রব্য প্রতিরোধে বদ্ধপরিকর। কেউ আইন শৃঙ্খলা বিরোধী অপরাধ করলে তাকে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধরা হবে। কোন অপরাধীকে অনুকম্পা দেখানো হবে না।

এ সময় উপস্থিত ছিলেন সকল দোকান মালিক,  ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও গ্রাম পুলিশ সদস্যরা। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২