• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:৫৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

১৭তম ব্যাচকে বরণ করলো কুবি

৪ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:০৩:৩১

১৭তম ব্যাচকে বরণ করলো কুবি

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৯ বিভাগে এক যোগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে ৩ সেপ্টেম্বর রোববার। ১৭তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ উপলক্ষে শনিবার রাত থেকেই বিভাগের শিক্ষার্থীরা নতুন শিক্ষার্থীদের বরণ করে নেয়ার জন্য বিভাগ ও ক্লাসরুম সাজিয়ে রাখে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থী নিলয় সরকার বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে অনেক ভালো লাগছে। আসার পর থেকে বড় ভাইরা সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। আমাদের বরণ করে নেয়ার জন্য বিভাগের সিনিয়ররা যেভাবে দায়িত্ব নিয়েছেন তা আমাদের আনন্দিত করেছে।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের আরেক নবীন শিক্ষার্থী সামিউল ইসলাম বলেন, নতুন পরিবেশে আসার পর বাড়ির জন্য একটু মন খারাপ করলেও বড় ভাইদের সঙ্গে থেকে এখন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উপভোগ করছি। এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমরা ক্যাম্পাসে পড়াশোনার একটি সুস্থ পরিবেশ পাবো।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, তোমরা হবে লিডার আর অন্যান্য ইউনিভার্সিটি হবে তোমাদের ফলোয়ার। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভিন্নভাবে অনেক কিছু করেছি, যা অন্যান্য বিশ্ববিদ্যালয় আমাদের ফলো করে করেছে। তোমরা পড়ো তাহলে তোমরা হবে লিডার। জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় নাম্বার ওয়ান হয়েছে। শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

তিনি আরও বলেন, তোমরা জানো কুমিল্লা বিশ্ববিদ্যালয় এপিএ র‍্যাংকিংয়ে আমি আসার আগে ছিলো ৪২, এখন তা হয়েছে ১০ম। আমরা সব জায়গা থেকে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেয়ার জন্য কাজ করছি। এই এগিয়ে নেয়ার যাত্রায় তোমাদেরও প্রয়োজন। তোমরা পড়াশোনা করছো, শিখছো, যাই করো তা যেন মানুষের কল্যাণে হয়। আমরা রিসার্চ, এপিএ র‍্যাংকিং, টিচিং লার্নিং কমিউনিটি এঙ্গেজমেন্টে এগিয়েছি। এছাড়াও তোমরা পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সবকিছু এনজয় এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের মেম্বার হয়ে এক্সট্রা স্কিল অর্জন করার দিকেও নজর দেবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫