মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে হাড়ভাঙ্গার অপচিকিৎসা করা ও সরকারি অনুমোদন না থাকার অপরাধে ২টি হাড় ভাঙার চিকিৎসালয় নামের প্রতিষ্ঠানকে সিলগালা ও একটি প্রতিষ্ঠানের মালামাল অপসারণ করেছে উপজেলা প্রশাসন। ৪ আগস্ট সোমবার দুপুরে সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো- বিখ্যাত হাড় ভাঙ্গা চিকিৎসালয় ও বিক্রমপুরের বিখ্যাত হারভাঙ্গা চিকিৎসালয়। অভিযান পরিচালনার করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল আলম তানভীর। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরাসহ পুলিশ ও আনসারের একটি দল।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল আলম তানভীর বলেন, অবৈধভাবে হাড়ভাঙ্গা চিকিৎসা দেওয়ার অপরাধে একটি প্রতিষ্ঠানের মালামাল অপসারণ করা হয়েছে। এ সময় অন্য দুটি প্রতিষ্ঠানকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে সিলগালা করা হয়। রাস্তার পাশে দোকান খুলে চিকিৎসালয় করার পাশাপাশি তারা দোকানের পেছনে বাড়িতে বৃহদাকারে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলো আমরা সেটিও বন্ধ করেছি। এই কাজে জড়িত পরিবারের সদস্যদেরকে থানায় সোর্পদ করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া আমরা জেনেছি গ্রামের ভেতরে আরও দুটি চিকিৎসালয় রয়েছে যেগুলো সরকারের অনুমোদনবিহীন এবং অবৈধভাবে তারা এ চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে। এগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available