রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছা উপজেলার মনিরামপুর গ্রামে এক অসহায় সংখ্যালঘু পরিবার নিজেদের সম্পত্তি রক্ষাসহ নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে। ৪ সেপ্টেম্বর সোমবার দুপুরে রংপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন ভুক্তভোগী শ্রীমতি বাসন্তী রানী।
অসহায় এ নারী বলেন, আমার স্বামী শ্রী ভবেশ চন্দ্র পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বসতবাড়ি নির্মাণ এবং বাড়ির চারদিকে ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। দীর্ঘদিন ধরে এ সম্পত্তি আমাদের ভোগ দখলে ছিলো। এ অবস্থায় আরএস রেকর্ডে আমার স্বামীর নামে জমির পরিমান ১৩৩ শতাংশ যার ডিপি খতিয়ান নং- ৩৭৯।
বাসন্তী রানী আরও বলেন, প্রতিবেশী তসলে মিয়া, হাফিজার মিয়া, ডাসা মহম্মদ, মজিদ মৌলভী, মামুন মিয়া, মাসুদ মিয়া, আফছার মিয়া, মুসলিম মিয়া, আজিজুল মিয়া আমার স্বামীর নিকটআত্মীয় কান্তি চন্দ্র, নিরোধ চন্দ্র, প্রকাশ চন্দ্র ও বিমল চন্দ্রের যোগসাজোশে আমাদের পরিবারকে বাস্তুচ্যুত করতে বিভিন্ন পরিকল্পনা করছে। এ পরিস্থিতিতে আমার ছেলে মানিক চন্দ্র বাড়িঘর ও সম্পত্তি রক্ষার জন্য আদালতে প্রতিকার চেয়ে একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, আদালতের নির্দেশে স্থানীয় তহসিলদার ঐ মামলাটি তদন্ত করে আমাদের পক্ষে প্রতিবেদন দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ আমাদেরকে বসতভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র শুরু করেছে। অভিযুক্তদের হুমকি-ধামকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। একেই সঙ্গে আমাদের স্থাবর-অস্থাবর সম্পত্তির অস্তিত্ব সংকটাপন্ন অবস্থায় রয়েছে।
এ পরিস্থিতিতে অসহায় ঐ নারী আইন-আদালতসহ প্রশাসনের কাছে ন্যায়বিচার, সম্পত্তি ও প্রাণ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
সংবাদ সম্মেলনে বাসন্তী রানী ছাড়াও তার স্বামী ভবেশ চন্দ্র, ছেলে মানিক চন্দ্রসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available