• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৩:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

এবার অসহায় নিলুফার পরিবারের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী সোহেল

৪ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৪৩:৪১

এবার অসহায় নিলুফার পরিবারের পাশে দাঁড়ালেন ব্যবসায়ী সোহেল

কুমিল্লা প্রতিনিধি: এবার কুমিল্লার দেবীদ্বার উপজেলার পোমকাড়া গ্রামে অন্যের বাড়িতে ভাঙা ঘরে পলিথিনের বেড়া দিয়ে বসবাস করা নিলুফার পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী সোহেল আহমেদ। ৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে ব্যবসায়ী সোহেল পরিবারটির জন্য তিন মাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে পাঠিয়েছেন।

এদিকে এ উপহার সামগ্রী পেয়ে আবেগে আপ্লুত পরিবারটি। স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার আনন্দে ওই ব্যবসায়ী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিলুফা ও তার পরিবারের সদস্যরা।

এর আগে, ৩ সেপ্টেম্বর রোববার ‘আমার নিজের যদি আকটা ঘর থাকতো!’ শিরোনামে এশিয়ান টিভি অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। তাৎক্ষণিক দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম এ অসহায় পরিবারটিকে ঘরের ব্যবস্থা করে দেন।

এদিকে এশিয়ান টিভি অনলাইনে সংবাদ দেখে স্থানীয় ব্যবসায়ী সোহেল মিয়া পরিবারটির জন্য খাদ্য সামগ্রী পাঠানোর কথা জানান। ব্যবসায়ী সোহেলের প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার বিকেলে তাঁর পক্ষ থেকে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার পরিবারটির বর্তমান আশ্রয়স্থল জেলার দেবীদ্বার উপজেলার বুড়িরপার বাজারের দক্ষিণ পাশের আশ্রয়ণ প্রকল্পে গিয়ে নিলুফা ও তার স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৪ নং সুবিল ইউপির চেয়ারম্যান গোলাম সারোয়ার মুকুল ভূঁইয়া, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড পরেশ কর, নিজেরা করি সংস্থার জেলা সংঘঠক আবদুল জব্বার, রসুল পুর কেন্দ্র সংগঠক উজ্জ্বল, সাবেক মেম্বার আবদুল মান্নান ও সাংবাদিক নেতা এমজে মামুন প্রমুখ।

খাদ্য সামগ্রী ও অন্যান্য উপহার পেয়ে খুশি অসহায় পরিবারের সদস্যরা। জানতে চাইলে নিলুফা বলেন, ‘আপনাদের এ সহযোগিতা না পেলে জানি না একটি ঘরের জন্য আরও কতজনের পা ধরতে হতো। এ ঋণ আমরা শোধ করতে পারব না।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫