• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৪৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে ২ আইসক্রিম কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

৫ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৪৯:০৭

গাজীপুরে ২ আইসক্রিম কারখানাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দামি ব্রান্ডের মোড়কে অস্বাস্থ্যকর পরিবেশে নকল আইসক্রিম তৈরি করায় ২টি আইসক্রিম তৈরি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার মুলাইদ এলাকায় ওই ২টি আইসক্রিম তৈরি প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল মামুন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আদালত ও স্থানীয় সূত্রগুলো জানায়, শ্রীপুরের এমসি বাজার এলাকায় দীর্ঘদিন ধরে দেশের নামিদামি ব্রান্ডের লোগো খচিত মোড়কে নকল আইসক্রিম তৈরি ও সরবরাহ করে আসছিল কয়েকটি কারখানা। এমন তথ্যের ভিত্তিতে সোমবার বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভ্রাম্যমান আদালত সেখানে অভিযান চালায়। এ সময় একটি কারখানার মালিক মো. মাইনুদ্দিনকে ৫০ হাজার ও অপর কারখানার মালিক মো. সোহাগ মিয়াকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, বড় বড় কোম্পানির নাম ব্যবহার করে আইসক্রিম তৈরি করায় ওই দু’টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অবৈধভাবে তৈরি যেকোনো পণ্য সামগ্রী স্বাস্থ্যের ঝুঁকি, তাই এসব বন্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫