নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে অবৈধভাবে কৃষি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত৷ এ সময় ১টি ভেকু মেশিন জব্দ করা হয়েছে।
৪ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার শিকারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে জড়িত তিনজনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেকে ৩ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ। তিনি বলেন, ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান স্যারের দিকনির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি। স্যারের নির্দেশ নবাবগঞ্জে কোথাও ড্রেজিং দিয়ে বালু ও ভেকু দিয় কৃষি জমি কেটে বিক্রি করতে দেয়া হবে না৷ এ অভিযান চলমান থাকবে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আ. হালিম৷ তিনি বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে ৩ জনকে কারাদণ্ড দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন মাটি কাটা বন্ধে সব সময় সজাগ রয়েছেন৷
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available