কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট রউফনগর এলাকায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্ক শপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ।
৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম কারখানাটিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির সময় হাতেনাতে রিপন(৩৫) ও শাহিন (২৭) নামের দুই অস্ত্র তৈরির কারিগরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে তাদের তৈরিকৃত দুটি দেশীয় রিভলবার উদ্ধার করা হয়।
রউফ নগর আবাসিক এলাকার দোহার মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ঢাকা জেলা পুলিশ, ঢাকা জেলা ডিবি পুলিশ (দক্ষিণ), কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ তাদের করা হয়।
অভিযানের শেষে ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে একটি চক্র কাজ করছে বলে আমাদের কাছে তথ্য ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অস্ত্র তৈরির কারখানাটির সন্ধান পেয়েছি। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এবং ইতিপূর্বে এই ধরনের অস্ত্র বানিয়ে আরও কোথাও বিক্রি করেছে কিনা বিস্তারিত তথ্য জানা যাবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবিব, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, ঢাকা জেলা ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার কর্মকর্তা শাহ-জামান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available