• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪২:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪২:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলের: আইজিপি

৬ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৮:১৪

বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলের: আইজিপি

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)  আবদুল্লাহ আল মামুন বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমরা বাংলাদেশিরা এমনি জাতি, যারা সব ধর্মীয় অনুষ্ঠানে সমাজের সকল শ্রেণি-পেশার লোকজন প্রাণান্ত অংশ গ্রহণ করি এবং উৎসবকে সফল করি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কখনও ছিল না, আশা করি থাকবেও না। কারণ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দেশের সকল ধর্মের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন সেই ৭১’র স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। নয় মাস যুদ্ধ করে এই দেশ মাতৃকাকে পাকিস্তানী বাহিনীর হাত থেকে স্বাধীন করেছিলেন। যেহেতু পূর্বেও কোনোরূপ ভেদাভেদ ছিল না, আজও নেই, আগামীতেও সৃষ্টি হবে না।

তিনি বলেন, আজ আমি আপনাদের মাঝে এসে নিজেকে ধন্য ও গর্বিত মনে করছি। দেশে যে কোনো ধর্মের লোকজন তাদের ধর্মীয় রীতি অনুযায়ী উৎসব পালন করবেন। আমরা (পুলিশ বিভাগ) সার্বিক নিরাপত্তা বজায় রাখবো। এতে কোনো সংকোচ করবেন না। মনে রাখবেন, এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান; সকলের। আমি দেশের যে দায়িত্বে রয়েছি, আসার ইচ্ছে থাকলেও আমার পক্ষে সম্ভব হয় না। আজ সুযোগ পেয়েছি, এসেছি। এসে নিজেকে গৌরবান্বিত বোধ করছি।

৬ সেপ্টেম্বর বুধবার সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরস্থ শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯তম জন্মাষ্ঠমী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি ও বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু।

মধ্যেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক চম্পা তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর আলম, সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার এহসান শাহ ও হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী।

এর আগে, আইজিপি শাল্লা থানা জামে মসজিদে জোহরের নামাজ আদায় করে ওই মসজিদের নতুন ভবন উদ্বোধন করেন এবং ঘুঙ্গিয়ারগাঁও বাজার সার্বজনীন কালি মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০