ফরিদপুর প্রতিনিধি: ঈশ্বরদী থেকে ফরিদপুর হয়ে পদ্মা রেল সেতুর ওপর দিয়ে স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর ত্যাগ করেছে। ৬ সেপ্টেম্বর বুধবার সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী থেকে ট্রেনটি ফরিদপুরে আসে পদ্মা রেল সেতুর ওপর দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রায়ালের জন্য। এই ট্রেনের চালক ছিলো আবুল কাশেম।
ফরিদপুর রেল স্টেশনের মাস্টার তাকদির হোসেন জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় নতুন নতুন ইঞ্জিন যুক্ত আটটি বগি নিয়ে আন্তনগর স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঈশ্বরদী থেকে ছেড়ে আসে। গতকাল রাতে সেটি রাজবাড়ী স্টেশনের অবস্থান করে। পরে বুধবার সকাল সাড়ে দশটায় স্পেশাল ট্রায়াল ট্রেন এমটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর ত্যাগ করে।
আগামীকাল ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ফরিদপুরের ভাঙ্গাগামী ট্রেনটি যাত্রা শুরু করবে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ আনুষ্ঠানিকভাবে ট্রায়ল করবে ট্রেনটি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available