অভি হাসান দেওয়ান, মানিকগঞ্জ: মানিকগঞ্জের হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষারসহ যুবদল ও স্বেচ্ছাসেবক চার নেতাকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
৬ সেপ্টেম্বর বুধবার রাত দশটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বয়ড়া ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান জাহিদুর রহমান তুষার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদলকর্মী শাকিল মোল্লা, যুবদল নেতা মাছুম শিকদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আলমাছ মিয়া।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ এক নেতা এবং সেচ্ছাসেবক দলের অপর এক নেতার সাথে কথা বলে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সঙ্গে মিটিং শেষে হরিরামপুর ফেরার পথে সদর উপজেলার নবগ্রামে এ হামলার ঘটনা ঘটে। সদরের আন্ধারমানিক মোড় থেকে চারটি মোটরসাইকেল পিছু নেয় নেতাকর্মীদের। নবগ্রাম ব্রিজের আগে প্রথমে শাকিল মোল্লার মোটরসাইকেলে হামলা হয়। একই মোটরসাইকেলে তুষার চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যানকে চাপাতি দিয়ে কোপানো হয়। তার কান কেটে গেছে। পা ভেঙে গেছে। গুরুতর জখম হয়েছেন তিনি। এ সময় গোলাগুলিও করে দুর্বৃত্তরা। পরে শাকিল মোল্লা ও মাছুমকে হাতুরিপেটা করা হয়।
মানিকগঞ্জ জেলা বিএনপির একজন শীর্ষ নেতা বলেছেন, মানিকগঞ্জের বিএনপির রাজনীতির শুরু থেকেই অন্তর্কোন্দল চলে আসছে। মাস দুয়েক আগেও নেতাকর্মীদের মধ্যে হরিরামপুর উপজেলায় মারামারির ঘটনা ঘটে। আমরা ধারণা করছি, সেই মারামারির ঘটনার জেরেই এই হামলা হতে পারে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রউফ সরকার বলেন, আমরা শুনেছি এ রকম একটি হামলার ঘটনা হয়েছে। তবে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available