• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৫৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মহা‌দেবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৪

৭ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:৫০:১৯

মহা‌দেবপুরে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১৪

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে সাজাপ্রাপ্ত, মাদক মামলা ও গ্রেফতারী পরোয়ানামূলে মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মহা‌দেবপুর থানা এলাকায় ৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান প‌রিচালনা ক‌রে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো, সি আর (সাজা) মামলার আসামি বাঁশবাড়িয়া গ্রামের আ. লতিফের পুত্র মো. আয়েন উদ্দিন, সদরের বাবলুর পুত্র মো. রুবেল, রামচরনপুর গ্রামের সুশীল চন্দ্রের পুত্র পরিমল চন্দ্র, নিমাই চন্দ্রের পুত্র অসিত কুমার ও রিপন কুমার, সুরেশ চন্দ্রের পুত্র নিমাই চন্দ্র, ফা‌জিলপুর গ্রামের মেহেরুল মন্ডলের পুত্র ইমরুল কায়েস, খোদর্নারায়নপুর গ্রামের মৃত অরুন ঋষির পুত্র রঘুনাথ ঋষি, চান্দা আলীপুর গ্রামের আফজাল হোসেনের পুত্র সাগর হোসেন, নৈখটি গ্রামের আবুল কাশেমের পুত্র হারুন অর রশিদ, রাইগাঁ গ্রামের মৃত কফিল উদ্দিনের পুত্র আবুল কাশেম, কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের পুত্র ফিরোজ হোসেন, দুলাল পাড়ার আবুল হোসেনের পুত্র আতোয়ার হোসেন ও রামচন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলীর পুত্র জাহিদুল ইসলাম।

৬ সেপ্টেম্বর বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন এ তথ্য জানান। তিনি জানান, পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের প্রত্যক্ষ নির্দেশনায়, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের নেতৃত্বে থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মহা‌দেবপুর থানা এলাকায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিশেষ অভিযান প‌রিচালনা ক‌রে। এ সময় সাজাপ্রাপ্ত, মাদক মামলা ও গ্রেফতারী পরোয়ানামূলে মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিদের বুধবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০