গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: সদ্য প্রয়াত সংসদ সদস্য আব্দুল কুদ্দুস মারা যাওয়ায় শুন্য হয়েছে নাটোর-৪ আসন (গুরুদাসপুর-বড়াইগ্রাম)। এই আসনে চলতি বছরের ১১ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, উপনির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ধরা হয়েছে ১৭ সেপ্টেম্বর। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১১ অক্টোবর ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। ভোট গ্রহণের সময় কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা থাকবে না।
নির্বাচন কমিশন সচিব জানান, শ্বাসকষ্ঠজনিত রোগে আক্রান্ত হয়ে গত ৩০ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মৃত্যুবরণ করেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। ৩ সেপ্টেম্বর সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত গেজেটে আসনটি শূণ্য ঘোষণা করা হয়। এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে। সংবিধানমতে শুন্য আসনে ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সেই হিসেবে আগামী ২৭ নভেম্বরের মধ্যে এই আসনে নির্বাচন সম্পন্ন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় জানান, বিষয়টি তিনি মৌখিকভাবে শুনলেও দাপ্তরিকভাবে উপনির্বাচন সংক্রান্ত কোনো নির্দেশনা তিনি পাননি। নির্দেশনা পাওয়া মাত্রাই নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available