• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫০:০৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নেত্রকোণায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

৮ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৮:১৭

নেত্রকোণায় ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় ডিবি পুলিশের অফিসার পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে মো. তাপস বেগ (৪০) নামে এক ভুয়া পুলিশকে গ্রেফতার করেছে নেত্রকোণা গোয়েন্দা পুলিশ।

৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় নেত্রকোণা পৌরসভাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তাপস বেগ নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার তারাকান্দি রাজিবপুর গ্রামের নূর নবী বেগের ছেলে।

জানা জায়, তাপস বেগ দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। অভিযোগকারী প্রিতুল দেবনাথের দেয়া তথ্য মতে জানা যায় যে, নেত্রকোণা পৌরসভাধীন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কথিত ডিবি পুলিশের এসআই অভিযোগকারীর হারানো মোবাইল ফোন উদ্ধার করে দেয়ার কথা বলে ২ হাজার টাকা নিয়ে আসতে বলায় তার সন্দেহ হয়। পরবর্তীতে খবর পেয়ে নেত্রকোণা জেলার গোয়েন্দা শাখার এসআই (নি.) সঞ্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে আটক করেন। তার নিকট থেকে পুলিশের মনোগ্রাম যুক্ত একটি চাবির ছড়া, তার পড়নে থাকা বাংলাদেশ পুলিশের নেভী ব্লু রংয়ের একটি ফুল প্যান্ট এবং অভিযোগকারীর দোকান থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে বাকিতে আনা একটি নতুন বাটন মোবাইল ফোন উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, আসামি ডিবি পরিচয়ে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে কেন্দুয়া থানায় ১টি সাজা পরোয়ানাসহ ৪টি পরোয়ানা মূলতবী রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০