• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৩:০৬ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে ২ গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

৮ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:২৮:০১

নরসিংদীতে ২ গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত, আহত ৪

নরসিংদীর প্রতিনিধি: নরসিংদীর কাউরিয়া পাড়ায় দুই গ্রুপের সংঘর্ষে সাজিদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে আরও ৪ জন গুরুত্বর আহত হয়।

৮ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে শহরের কাউরিয়াপাড়া বাউলপাড়া নতুন লঞ্চঘাটে পাড়ে স্পিডবোট ঘাট দখল নিয়ে এ ঘটনা ঘটে।

নিহত সাজিন কাউরিয়া পাড়া এলাকার আমির হোসেনের  ছেলে। সে আলীজান জে এম একাডেমির ৮ম শ্রেণির ছাত্র ছিলো।

ঘটনায় জড়িত থাকার সন্দেহে ১ নারীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থতি বিরাজ করছে। সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, দীর্ঘদিন নরসিংদীর কাউরিয়া পাড়ায় নতুন লঞ্চ ঘাটের ইজারাদার ছিলেন মতিন মিয়া। গত জুন মাসে আলমাস কমিশনারসহ আরও কয়েকজন নতুনভাবে ইজারা নেয়। ইজারাদারা পরিবর্তন হওয়ার পরও মতিন ও তার সমর্থকরা ঘাটের নিয়ন্ত্রণের চেষ্টা চালাতো। এরই ফলে মতিন মিয়ার বোটগুলো বিনা সিরিয়ালে চালাতো। এতে ইজারাদারের লোকজন বাধা দিলে মতিন মিয়ার ছেলে রাব্বি নাজমুলসহ তার সমর্থকরা ইজারাদারদের সমর্থকদের মারপিট করতো। একই সাথে ক্যাশবক্স থেকে টাকা লুট করে নিয়ে আসতো। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মতিন মিয়ার ছেলে রাব্বিসহ কয়েকজন লঞ্চ ঘাটে গিয়ে হট্রগোল করেন। এতে বাধা দিলে বর্তমান ইজারাদার আলমাস কমিশনারের সমর্থকদের মারপিট করেন। পরে লঞ্চ ঘাট থেকে ইজারাদারে পক্ষের ৭/৮ জন মতিনের বাড়িতে নালিস জানাতে আসে। ওই সময় মতিন, তার ছেলেসহ ২০/২৫ জন সমর্থক গরু কাটার ছুরি, রাম দাসহ ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সাজিনের অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

নরসিংদী মডেল থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একজন মারা গিয়েছে। বাকি আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫