• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫১:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৫১:৪৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পার্বতীপুরে কেটে নেওয়া রেললাইন ও গ্যাস সিলিন্ডারসহ ৪ চোর আটক

৯ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৭:৪৯:১১

পার্বতীপুরে কেটে নেওয়া রেললাইন ও গ্যাস সিলিন্ডারসহ ৪ চোর আটক

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর শহরের বাফার গোডাউনে সংযোগকৃত রেল পথে লাইন চুরির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ চোরের দল ৬ সেপ্টেম্বর বুধবার রাতে গ্যাস কাটার দিয়ে কেটে রেল লাইন চুরি করে নিয়ে যায়।

চুরির ঘটনার সংবাদ পেয়ে বুধবার রাত ১১টায় পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেল পুলিশ যৌথ অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত ৪ ব্যক্তিকে গ্রেফতার করে। এসময় রেল লাইন কাটার কাজে ব্যবহৃত ২টি গ্যাস সিলিন্ডারসহ কেটে নেওয়া রেল লাইনের ১৭টি খণ্ড উদ্ধার করা হয়।  

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও পুলিশ জানায়, চুরির সাথে জড়িতরা হলেন রামপুর ইউনিয়নের শিংগিমারী গ্রামের মোকছেদ আলীর পুত্র রফিকুল ইসলাম(২১), মৃত লুৎফর রহমানের পুত্র তৌহিদুল ইসলাম(২৩), চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া গ্রামের গোলাম রব্বানীর পুত্র জান্নাতুল ফেরদৌস(২৮) ও শহরের নতুন বাবু পাড়া মহল্লার মনতাজ হোসেনের ছেলে ইমতিয়াজ(৪০)। এ চুরির ঘটনার সাথে অজ্ঞাতনামা আরও অনেকেই জড়িত ছিল, তবে তাদের এখন পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।

রেল সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অতি সম্প্রতি ভবানীপুর-মধ্যপাড়া পাথর খনি রেল পথের মৌলভীর ডাঙ্গা এলাকা থেকে ৮ ফুট লম্বা ও ৫ টন ওজনের ৪৬টি চুরি যাওয়া রেল লাইন উদ্ধার করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ। এছাড়াও সমগ্র রেল এলাকায় ৮টি রেল সম্পদ চুরির মামলা হলেও সঠিক তথ্য প্রমাণের অভাবে এতদিন কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

গ্রেফতার অভিযানকারী টিমের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, সদ্য সংঘটিত এই চুরির ঘটনায় ইন্ধনদাতা হিসেবে পার্বতীপুরের একাধিক লোহা ব্যবসায়ী ও প্রভাবশালী মহল জড়িত থাকতে পারে। এছাড়াও মধ্যপাাড়া পাথর খনির রেলপথে চুরির ঘটনাতেও গ্রেফতার ৪ ব্যক্তিসহ তাদের অন্য সহযোগীরা জড়িত থাকতে পারে মর্মে আসামীদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা চলছে।

এ বিষয়ে পার্বতীপুর রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আহসান হাবিব জানান,বুধবার রাতের চুরির ঘটনায় গ্রেফতার ৪ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩