• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:২৯:১৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পোশাক শ্রমিক রবিউল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

৯ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:৫১:৫৫

পোশাক শ্রমিক রবিউল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিক রবিউল ইসলাম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়া প্রেসক্লাবের সামনে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) আঞ্চলিক কমিটি ও গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ (জি-স্কপ)-এর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আইবিসির আশুলিয়া-সাভার-ধামরাই আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক ফরিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) আঞ্চলিক কমিটির সভাপতি আমিরুল হক আমিন।

সমাবেশে বক্তারা বলেন, গাজীপুরে গার্মেন্টস শ্রমিক নেতা শহিদুলের রক্তের দাগ শুকাতে না শুকাতেই আরও একজন গার্মেন্টস শ্রমিক রবিউল ইসলামকে হত্যা করা হয়েছে। রবিউল ইসলাম আশুলিয়ার এ্যাপারেলস এক্সোসরিজ এন্ড প্রিনিটং লিমিটেডে সুপারভাইজার হিসেবে কাজ করতেন। তিনি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য ছিলেন। গত ৩১ জুলাই কারখানা মালিকদের ভাড়াটে সন্ত্রাস দ্বারা তাকে বাসা থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ধামরাই থানায় একটি মামলা (মামলা নং ৯/৩৫৬) দায়ের করা হলেও পুলিশ মূল আসামিকে গ্রেফতারের কোনো তৎপরতা চালায়নি।

বক্তারা মো. রবিউল ইসলামের হত্যার সঙ্গে জড়িত এবং ইন্ধনদাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে আইবিসির আশুলিয়া-সাভার-ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান, আঞ্চলিক নেতা আল-আমিন, নাসির হোসেন, মাসুদ রানা, দিপা আক্তার, জি-স্কপ-এর আশুলিয়া-সাভার-ধামরাই আঞ্চলিক কমিটির যুগ্ম-সম্বনয়ক মিজানুর রহমান, আঞ্চলিক নেতা কবির হোসেন, মো. ঠান্ডু, মিজানুর রহমান মিজান, লালন হোসেন প্রমুখ  উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০