• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৮:৩৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মানিকগঞ্জে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

১০ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ০২:২৬:১৭

মানিকগঞ্জে স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু

অভিযুক্ত স্বামী জাহিদুল ইসলাম

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে স্ত্রী তাসলিমা বেগমকে (২৫) শিল পাথর দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জাহিদুল ইসলামের (৩০) বিরুদ্ধে।

৯ সেপ্টেম্বর শনিবার রাত সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর থানাধীন জাগীর ইউনিয়নের উকিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুলকে আটক করেছে পুলিশ।

জাগির ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন জানান, নিহত তাসলিমা বেগম মানিকগঞ্জ সদরের উখিয়াড়া গ্রামের আহাম্মেদ আলীর মেয়ে। জাহিদুল ইসলাম একই গ্রামের আখের আলীর ছেলে। তিনি পেশায় সাটুরিয়া উপজেলায় অফিস সহকারি হিসেবে কর্মরত আছেন। এই দম্পতি উকিয়ারা গ্রামে নিজ বাড়িতে বসবাস করতেন।

জাগীর ১ নং ওয়ার্ডের মেম্বার রাজা মিয়া বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে এসে আমি দরজা বন্ধ দেখতে পাই। প্রতিবেশীরা জাহিদুলকে ঘিরে রেখেছে আমি তাকে বেঁধে রাখতে বলি। তারপর দেখলাম তাসলিমার মরদেহ পড়ে আছে, হাসপাতালে নেয়ার সুযোগ নাই। পরে থানায় ফোন করি ওসি সাহেব নিজে দ্রুত ঘটনাস্থলে আসেন। যখন আঘাতের কথা শুনলাম, সারা ঘর তল্লাশির পরে কিছু না পেয়ে ঘরের পিছন থেকে মসলা বাটার সেই শিল পাথরটি খুঁজে পাই।

তিনি আরও বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে বিয়ের পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। তারই জের ধরে হয়তো এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।

জাহিদুলের প্রতিবেশী মোহাম্মদ ইজ্জত আলী বলেন, আমরা অনেক আগে থেকেই শুনছি জাহিদুলের নাকি মাথায় সমস্যা আছে। বিয়ের আগেও ছিল, এখনও আছে। তিনি নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। চাকরিও কয়েকবার বাদ দিয়ে আসছিল।

নিহতের ভাই লাল মিয়া বলেন, জাহিদুল ইসলাম তার বাবা-মার সহযোগিতায় আমার বোনকে নির্মমভাবে হত্যা করেছে। আমি জাহিদুলের ফাঁসি চাই।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রউফ সরকার বলেন, জাহিদুলকে রাতেই গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহিদুল স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। দ্রুতই তাকে আদালতে প্রেরণ করা হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫