গাইবান্ধা প্রতিনিধি: ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা নড়েবড়ে কাঠের সাঁকো। এ সাঁকো দিয়ে প্রতিদিন যাতায়াত করছে শিক্ষার্থী, বয়স্ক ও অসুস্থ মানুষজন। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানালেও নেয়া হয়নি কোনো উদ্যোগ।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের মুংলিশপুর-কুমারপাড়া রাস্তার শীলপাড়াস্থ এলাকায় এই কাঠের সাঁকো দিয়েই দীর্ঘ চার বছর ধরে আট গ্রামের ২০ হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।
স্থানীয়রা জানান, বিগত সময়ে এই স্থানে একটি কালভার্ট থাকলেও গত ৪ বছর আগে করতোয়া ও মৎস্য নদীর ভাঙনে ৪০ মিটার রাস্তাসহ কালভার্টটি ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে যায় এবং রাস্তা ভেঙ্গে সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয় । স্থানীয়দের উদ্যোগে ওই ভাঙা জায়গায় বাঁশ, কাঠের বাতি বিছিয়ে চলাচলের মতো একটি কাঠের সাঁকো তৈরি করা হয়। এর পর থেকে মুংলিশপুর, কুমারপাড়া, শীলপাড়া, আম বাগানসহ ৮ গ্রামের ২০ হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা এই কাঠের সাঁকো। বর্তমানে সংস্কার অভাবে নড়েবড়ে হয়ে যাওয়া কাঠের সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করলেও ভারী কোনো যানবাহন বা কৃষকের উৎপাদিত কৃষিপণ্য পারাপারে বিড়ম্বনায় পড়তে হয়। কোমলমতি শিশু শিক্ষার্থীসহ এলাকাবাসীকে দীর্ঘদিন থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয় শীলপাড়া গ্রামের গনকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী জানায়, আমাদের প্রতিদিন সাঁকো পার হতে ভয় করে, কখন যেন সাঁকো থেকে পড়ে যাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available