ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে নাতির দায়ের কোপে সত্তরোর্ধ্ব দাদি গুরুতর আহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর রোববার সকাল ১০টার দিকে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, ওই গ্রামের মৃত কেতাব আলীর দুই ছেলে আব্দুর রহমান ও শফিকুল ইসলাম। কেতাব আলীর মৃত্যুর পর তার স্ত্রী রহিমা বেগম (৭৬) ছেলেদের সংসারেই থাকেন। বড় ছেলে আব্দুর রহমানের স্ত্রী হাসিনা বেগম (৪০), ছেলে হারুন অর রশিদ (২০) ও শ্বশুর পাশ্ববর্তী ছিট রাবাইতারী গ্রামের মৃত মনসের আলীর ছেলে হাসেম আলী (৬০) প্রায়ই আব্দুর রহমানের সাথে অহেতুক ঝগড়া বিবাদ করতো।
রোববার সকালে আব্দুর রহমানের শ্বশুর হাসেম আলী বাড়িতে আসলে আব্দুর রহমানের স্ত্রী ও ছেলে আব্দুর রহমানকে অহেতুক গালিগালাজ মারপিট করার জন্য তর্জন-গর্জন শুরু করে। বৃদ্ধা রহিমা বেগম ছেলেকে গালিগালাজ করতে নিষেধ করলে হাসেম আলী রহিমা বেগমের শ্লীলতাহানি করে। এক পর্যায়ে নাতি হারুন অর রশিদ দা দিয়ে দাদি রহিমা বেগমের মাথায় সজোরে কোপ দেয়। দায়ের কোপে রক্তাক্ত রহিমা বেগম মাটিতে লুটিয়ে পড়লে তার ছোট ছেলে হাফেজ শফিকুল ইসলাম মাকে বাঁচাতে এগিয়ে আসেন। তখন হারুন, হাসিনা ও হাসেম আলী মিলে শফিকুলকে মারধোর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে বৃদ্ধা রহিমা বেগম ও শফিকুলকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় ওই বৃদ্ধার ছোট ছেলে হাফেজ শফিকুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়ী থানায় এজাহার দায়ের করেছেন।
আহত রহিমা বেগম ও শফিকুল ইসলাম বর্তমানে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available