সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়েছে।
১১ সেপ্টেম্বর সোমবার সৈয়দপুর প্রেসক্লাবের সামন থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে তাদের শ্লোগান ছিল, নিজ নিজ কর্মস্থল পরিস্কার রাখুন, মশারী ব্যবহার করুন, লম্বা কাপড় পরিধান করুন এবং বাসা বাড়িসহ কর্মস্থলে তিন দিনে একদিন জমানো পানি ফেলে দিন।
এরপর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে গিয়ে সেখানে ওয়ালটন কোম্পানির কর্মরত লোকজন পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করে শিক্ষার্থীদের সচেতন করেন।
র্যালি পরিচালনা করেন সৈয়দপুর ওয়ালটন প্লাজার এক্সিকিউটিভ ম্যানেজার মো. জুম্মন প্রামানিক, রংপুর রোড ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. শাখাওয়াত হোসেন ও কাজীর হাট ওয়ালটন প্লাজার ম্যানেজার সুদেব কুমার মন্ডল।
র্যালিতে স্থানীয় সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available