গাছা (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীতে ছেলের হাতে বাবা মো. রাজীব (৪২) নিহত হয়েছেন। ১০ সেপ্টেম্বর রোববার বিকেলে গাছা থানাধীন জাঝর এলাকায় রাজিবের নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহতের রাজীব নগরীর ৩২নং ওয়ার্ডের জাঝর উত্তর পাড়া এলকার মো. আজিবরের ছেলে।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে বিকেল ৪টার দিকে ছেলে শিশির চাইনিজ কুড়াল দিয়ে তার বাবা রাজিবের ঘাঁড়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার (ভিকটিম) ডাক-চিৎকারে বাড়ির ভাড়াটিয়ারা এসে গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। অবস্থার অবনতি হওয়ায় পরে স্থানীয় তায়রুননেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।
সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা গাছা থানার এস আই সজীব দেবনাথ বলেন, নিহত রাজীবের ঘাড়ে চাইনিজ কুড়াল দিয়ে কোপানোর চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার (ভিকটিমের) শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত রাজিব একজন মাদকসেবী ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় জিএমপি পুলিশের দক্ষিণ বিভাগের কর্মকর্তরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, আমরা এ হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করছি। ভিকটিমের ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available