• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:৫২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে ২ মাদক কারবারি আটক

১২ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:১৮:২৭

কালাইয়ে ২ মাদক কারবারি আটক

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় দুইজন মাদক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১টায় পৃথক মামলায় গ্রেফতার করে আদালতে মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার বিকেলে উপজেলার নয়াপাড়া ও হাতিয়র থেকে পৃথক অভিযানে তাদের দু’জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী।

আটকরা হলেন, উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামের মৃত সায়ের আলীর ছেলে শাহজাহান আলী (৩৫) ও একই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দূর্গাপাড়া) গ্রামের আলী আনছারের ছেলে নূর মোহাম্মদ (৩১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে জেলার উদয়পুর ইউপির নয়াপাড়া গ্রামের পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছিলেন শাহজাহান আলী। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ানোর সময় পুলিশ তাকে আটক করে। এসময় পুলিশ তার দেহ তল্লাশী করে শার্টের পকেটে সাদা পলিথিনে মোড়ানো বারো পাতার একশত বিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে, যার বর্তমান বাজার মূল্য চব্বিশ হাজার টাকা।

এদিকে, একই দিনে বিকেল ৩টার দিকে উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র (দূর্গাপাড়া) গ্রামের পাকা রাস্তার উপরে মাদকদ্রব্য বিক্রয় করার জন্য অবস্থান করছিলেন নূর মোহাম্মদ। এমন সংবাদ পেয়ে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে পালানোর চেষ্টাকালে পুলিশ তাকে আটক করে। এসময় দেহ তল্লাশী করে তার লুঙ্গির কোচে কালো পলিথিনে মোড়ানো তিন পাতার ত্রিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে, যার বর্তমান বাজার মূল্য ছয় হাজার টাকা। তারা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারি করে আসছেন বলে জানিয়েছেন পুলিশ।

২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে তারা। গোপন সংবাদের ভিক্তিতে আসামীদের আটক করে পৃথক মামলা দায়ের করা হয়েছে। সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০