• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৪:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজস্থলীতে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি বাস্তবায়নে এডভোকেসি সভা

১২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:০২:৫২

রাজস্থলীতে ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি বাস্তবায়নে এডভোকেসি সভা

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাজস্থলী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাকের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক সূত্র জানায়, চলতি বছরে রাজস্থলীতে ইতোমধ্যে ২৫ হাজার ১০০ কিটনাশক যুক্ত মশারি বিতরণ করা হয়েছে। উপজেলার ৩টি  ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে মাঠ কর্মীরা বাড়ি বাড়ি মশারি পৌঁছে দিচ্ছে মশারি। ব্র‍াকের রাজস্থলী শাখায় ম্যালেরিয়া পরীক্ষার কিট ও ওষুধের ঘাটতি নেই। ম্যালেরিয়া রোগীদের বিনামূল্যে ব্র‍াকের চিকিৎসা সেবা নেয়ার জন্য বলা হয়।

ব্র‍াকের রাজস্থলী উপজেলা ব্যবস্থাপক অংসানু মারমা সঞ্চালনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী  উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা ও থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হেডম্যান বাথোয়াই মারমা, কারিতাস ম্যানেজার সাধন কৃষ্ণ চাকমা, মৌলনা নরুলহক, প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার আবদুল করিম, সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক, কামরুজ্জামান সোহাক, সুর্য্য হাসি ক্লিনিক ম্যানজার চিংকোয়াইপ্রু মারমা, নুরুল আলম মেম্বার, সমাজ সেবার প্রতিনিধি আজিজুল হক হেডমান চথোয়াইনু মারমাসহ ব্র্যাক স্বাস্থ্যের কর্মরত কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ বলেন, বাংলাদেশ সরকার ম্যালেরিয়া নির্মূলের জন্য কাজ করছে। আগামী ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারের পাশাপাশি ব্র‍্যাকও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সবাই সচেতন হলে ২০৩০ সালের মধ্যে দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল করা সম্ভব। তবে আশা করি, তার আগেই দেশ থেকে ম্যালেরিয়া নির্মূল হবে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০