• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:০৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৪৪:৪৭

সিলেটে ফিলিং স্টেশনে বিস্ফোরণ, দগ্ধ একজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি: সিলেট নগরের পূর্ব মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রুমেল সিদ্দিক (২৭) মারা গেছেন। ১১ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রুমেল সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার কোরবানটিলা এলাকার বাসিন্দা। তিনি ওই পেট্রোল পাম্পের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহতের চাচাতো ভাই আহমেদ শাহনুর বলেন, বিরতি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ চারজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে রুমেল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা গেছেন।

এর আগে ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে নগরের মিরাবাজারে বিরতি সিএনজি ফিলিং স্টেশনে কম্প্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে ৯ জন দগ্ধ হন। এদের মধ্যে সাতজন ওই স্টেশনের কর্মচারী ও দু’জন পথচারী।

ঘটনার পর আহতদের উদ্ধার করে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত হাসপাতালে দগ্ধদের চিকিৎসা চলে। পরে বুধবার দুপুরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রুমেল সোমবার সন্ধ্যায় মারা যান।

ফিলিং স্টেশনের মালিক আফতাব আহমদ লিটন জানান, রুমেলের মরদেহ ঢাকা থেকে সিলেটে নিয়ে আসা হচ্ছে। পরে তার নিজ বাড়িতে দাফন করা হবে। আমাদের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫